যাদেরকে ‘ভোট চোর’ মনে হয় তাদের তালিকা করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবার আর ‘ভোট চোরদের’ ছাড় দেওয়া হবে না।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোটাধিকার প্রতিষ্ঠায় ‘তারুণ্যের রোড মার্চ’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ভোট চোরদের আর ভোট চুরি করতে দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই চোরদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, লুটেরা ব্যবসায়ী, বিচার বিভাগের একটি অংশ। তাদের প্রতি তীক্ষ্ম নজর রাখতে হবে। এদের তালিকা করুন। জেলায় জেলায় এদের তালিকা করবেন।
তিনি বলেন, এসব ভোট চোরদের সঙ্গে যারা জড়িত, তারা শুধু আমেরিকার ভিসা থেকে বাতিল হবে না, তারা বাংলাদেশের মানুষের ভিসা থেকে বাতিল হবে। তাদের পরিবারের কারা কারা বিদেশে বসবাস করে তাদের তালিকা করবেন। তাদের সম্পত্তির তালিকা করেন, তাদের কাছে অস্ত্র কয়টা আছে তার তালিকা করেন। এগুলো আমরা জাতির সামনে তুলে ধরব। যেদিন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেদিনই এই আন্দোলনের সমাপ্তি হবে, তার আগে সমাপ্তি ঘটবে না।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হওয়া এই রোড মার্চে বগুড়া, জয়পুরহাট, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেট কার ও বাসে করে এসে যোগ দেন।