মানববন্ধন মানববন্ধন মানববন্ধন
ভেন্নাতলী বাজার থেকে চড় দুবাইল পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন।
ভাংগা প্রতিনিধিঃ বাহাউদ্দিন বাবুল
দীর্ঘ নিদ যাবৎ এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ার পড়েও সংস্কার হচ্ছে না।একটু খানি বৃষ্টি হলেই এ যেন এক নদী,ছোট বড় গর্ত পানিতে ডুবে থাকায় পায়ে হেটে রাস্তা চলা বেশ কস্টসাধ্য হয়ে পড়ে,এছাড়া যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে, মালপত্র আনা নেওয়ার একমাত্র রাস্তা হওয়ায় ব্যবসা বাণিজ্য বেস কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানিয় ভাবে জানানো হলে কোন কাজ না হওয়ায় আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছে স্থানিয় জনসাধারণ।
মোঃ রছমত চৌবদারের সভাপতিত্বে, যুব নেতা মোঃ সোহেল ফকির সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম মাতুব্বর, মোঃ রায়হান চৌধুরীর, মোঃ জামাল কাজী, মোঃ মিখাইল মাষ্টার, মোঃ রুবেল সেখ মোঃ জুয়েল মাতুব্বর প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন
সাংবাদিক মনির, শেষ সংবাদের রিপোর্টার বাহাউদ্দিন বাবুল সহ আরো শতাধিক লোক উপস্থিত ছিলেন।