২৪ সেপ্টেম্বর ২০২৩,এ এইচ রাজীব রাজশাহী ব্যুরো প্রধান:- ভিসানীতি নিয়ে সরকার নয় বরং বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন,সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না। এর আগে,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা চাই না একদিনে ৫০০ জায়গায় বোমা ফাঁটুক,আমরা চাই একদিনে ৫০০টি মডেল মসজিদ উদ্বোধন হোক।
মাদরাসা শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ।