June 24, 2025, 11:05 am
শিরোনামঃ
গোপালগঞ্জে সিএসএস-এমএফপি’র আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রংপুর হাসপাতালে টিটেনাস শনাক্ত ৭২ ঘন্টা আইসিইউ বন্ধ বীরগঞ্জে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে শতগ্রাম ইউনিয়ন বিএনপি’র সংবাদ সম্মেলন সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিতে পারল না শিক্ষার্থী পথে বাবা মেয়ের দুর্ঘটনায় মৃত্যু নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযান তিন দোকানকে জরিমানা বিশিষ্ট সমাজসেবী সুগত বড়ুয়া আর নেই : কাল অন্তোস্টিক্রিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা. পরিদর্শক পর্যায়ে পরিবর্তন

ভাংচুর সড়কে আগুন জালিয়ে চলছে হরতাল

Reporter Name
  • Update Time : Sunday, October 29, 2023,
  • 39 Time View

২৯ অক্টোবর ২০২৩,মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার:- গাজীপুরের শ্রীপুরে বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে গাড়ি ভাংচুর মহাসড়কে টায়ারে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। তাতে করে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পুলিশ এসে আগুন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ ২৯ অক্টোবর সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদুৎ মোড়ে দুটি বাস ভাংচুর করছে। উপজেলা জৈনা বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

জানাযায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদুৎ মোড়ে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি ও তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাংচুর করে দুর্বৃত্তরা। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকারের নেতৃত্বে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

মাওনা হাইওয়ে থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,গাড়ি ভাংচুর করার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন,মহাসড়কে গাড়ি ভাংচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919