মোঃ শাহজাহান কবির প্রধান/মোঃ সাঈদ হাসান :: পঞ্চগড়ের বোদা পৌর সভা ৩ নং ওয়ার্ড নগর কুমারী গ্রামের বাসিন্দা বিশিষ্ট কাপড় ব্যবসায়ী নওশাদ গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।তিনি পিতা মাতা স্ত্রী ও এক সন্তান রেখে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে নগর কুমারী গ্রামে সোকের ছায়া নেমে আসে। জানা যায় গত কয়েকদিন আগে বাইক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বোদাপৌর বিএনপির সদস্য সচিব মোঃ দিল রেজা ফেরদৌস চিন্ময় ও বোদা বাজার বণিক সমিতির।
আজ সকাল ১১ টায় নগর কুমারী প্রাইমারি স্কুলে মরহুমের জানাজা শেষে টি এন টি গোরস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ।