January 15, 2025, 6:03 am
শিরোনামঃ
তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা পশ্চিম গুজরায় লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রীমদ্ভগবদগীতাপাঠ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড’র প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধারে রোহিঙ্গাদের আনন্দ-মিছিলও মিষ্টি বিতরণ ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছে নবাগত ইউ এন ও সাগুফতা হকের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় শীতার্ত জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম :: ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠকদের বাদ দিয়ে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত ও আন্দোলনে অংশ না নেয়া অছাত্রদের দিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রকৃত ছাত্র আন্দোলনকারীরা।

আজ (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে নব গঠিত কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নবগঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক। এই কমিটি শিবিরের আদলে তৈরি এবং কমিটি তৈরিতে হস্তক্ষেপ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আতিক মুজাহিদ। ফলে শিবিরের রাজনীতিতে সরাসরি যুক্তরা কমিটির প্রধান পদগুলিতে স্থান পেয়েছেন। এছারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল তারাও কমিটিতে স্হান পেয়েছে। তারা আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধাভোগ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ আন্দোলনের নেতৃত্বে ছিলেন না।

তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, পরে ছাত্র শিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার অফিস বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। একই সাথে তিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক।
একই ভাবে কেন্দ্রীয় কমিটিতেও তাদের লোকজনের সহায়তায় মূল আবেদনকারীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। তাই আন্দোলনকারী সকল শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

নবগঠিত কমিটিতে স্হান পাওয়া ২জন সদস্য শিপন সরকার ও আশরাফুল আলম চমক তাৎক্ষণিক পদত্যাগ করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে যাচাই বাছাই এর মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবী জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক কুড়িগ্রাম সরকারি কলেজের শিপন সরকার, আশরাফুল আলম চমক, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আল আকসা সৌখিন, কুড়িগ্রাম সরাকরি উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাকিব শাহী, কুড়িগ্রাম সরাকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ষণ বেনজির সিদ্দিক আয়াত, জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।

ISO,NO-QMS/012111/0919