শেখ কামরুজ্জামান( রানা ) :: বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকা মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে ঢাকা যাওয়ার পথে মোল্লার হাট ফেরিঘাটে ছাত্রদের উপর আওয়ামী পন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে ।
আজ মঙ্গলবার রাত ৮(আটটার) পর যুব মজলিসের যুব নেতা মাওলানা সাদ আহমেদের নেতৃত্বে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ আমি শাসনতন্ত ও গনঅধিকার পরিষদের নেতাদের উপস্থিতিতে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করে। ঘাঘর বাজার বন্দর হতে উপজেলা চত্বর ও প্রদক্ষিণ শেষে নেতারা সমাবেশে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রচার সম্পাদক মাওলানা সাদ আহমেদ ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক নাহিদ হাসান ইসলামী শাসনতন্ত্রের নেতা রহমান বাংলাদেশ খেলাফ যুব মজলিসের কোটালীপাড়ার জিমাদার মাওলানা নুরুল ইসলাম ও গণধিকার পরিষদের নেতা বাইজিদ হাওলাদার, সাব্বির বিন সুলতান সমাবেশে বক্তব্য রাখেন।
নেতারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লংমাস প্রোগ্রামে খুলনা হতে ঢাকা যাওয়ার সময় মোল্লারহাট ফেরিঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় অনেক ছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নেতারা ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিক্ষোভ সমাবেশ শেষ করে।