সাদিয়া আফরোজ,স্টাফ রিপোর্টার:-ঢাকা জাতীয় জাদুঘরে বেবি টিউবের সেরা অভিভাবক সম্মাননা ২০২৩ এর অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানের মধ্যে সেরা অভিভাবক হিসেবে আবেদন করেছেন ১০৮০ জন ব্যক্তি।এর মধ্যে বিভিন্ন ভিডিও, শেয়ারইট, লেখা দিয়েছেন অনেকেই এর মধ্য থেকে ২০ জনকে সেরা অভিভাবক হিসেবে বাছাই করা হয়েছে। তারপর ২০ জননের মধ্যে যাচাই বাছাই করে ১০ জনকে সেরা অভিভাবক হিসেবে নির্বাচন করা হয়েছে। এমনকি শিশুরাও সেরা অভিভাবক পেয়ে তারাও অনেক আনন্দিত হয়েছে। বক্তারা বলেন,বেবি টিউব হচ্ছে একটা youtube এর মতো অ্যাপস,কিন্তু এটা youtube নয় এটা একটা বেবি টিউব অ্যাপস এটা সম্পূর্ণরূপে বাচ্চাদের জন্য ও অভিভাবকের জন্য খুব নিরাপদ জনক একটা অ্যাপস। এটা বাচ্চাদের বিকাশ বাড়ে ,বাচ্চাদের হাতে আপনি বেবি টিউব অ্যাপস অথি নিরাপদের সহিদ নিশ্চিত ভাবে তুলে দিতে পারেন ।এই অ্যাপসে কোন ধরনের অশ্লীল অযথা কোনো ভিডিও বা ছবি আসবেনা। এটা শুধু বাচ্চাদের জন্য শিক্ষনীয় কিছু টিপস নিয়ে এই অ্যাপসটির পথ চলা ।আশা করি আপনারা এবং বাচ্চারা আপনাদের এই অ্যাপস টির সাথে থাকবেন। উক্ত অনুষ্ঠানে সেরা অভিভাবক হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন, মোঃ জাকির হোসেন ও আরো ৯ জন অভিভাবক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কথাসাহিত্যিক এবং প্রথমআলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ।
উক্ত অনুষ্ঠান কে আলোকিত করতে, সার্বিক সহযোগিতা ও আয়োজনের পরিবেশ করেছেন যারা তারা হলেন,গ্রামীণ ডানোন শক্তি প্লাস Nazmul Hasan Rasel ,ইংলিশ থেরাপির সাইফুল ইসলাম,
উদ্যমের MD Kaosar ,চকপেন্সিল.কম এর Saif Al Deen Farabee ,বিন’স Hasan Sajib, যাদু পিসির Masrur Hannan ,ক্রিয়েটিভ জুনিয়রস এর Zia Uddin Mahmud ,ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড এর Eliash Hossain,রোটারি ক্লাব অব গুলশান টাইগার্স এর রিফাত আমিন সহ আরোও অনেকেই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেবিটিউবের চেয়ারম্যান Saidul Karim ,Heritage School এর অভিভাবক & শিক্ষকমণ্ডলীর, হেরিটেজ স্কুলের ইলিয়াস,সম্মানিত বিচারক মন্ডিলির Anika Islam প্রমখ।