December 9, 2024, 4:11 am

বেনাপোলে ইজিবাইক চালক হত্যায় গ্রেফতার-৪

Reporter Name
  • Update Time : Thursday, October 19, 2023,
  • 74 Time View

মিলন কবির.স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ইজিবাইক চালক সজিব গাজি হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে সমপৃক্ত ৪জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইজিবাইকসহ হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে ।

গ্রেফতারকৃতরা হলেন,বেনাপোল পোর্ট থানা গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে শামীম হোসেন (২০),বড়আঁচড়া গ্রামের সওদাগর আলীর ছেলে আশরাফুল আলম রাব্বি (১৯),বড়আচড়া মাঠপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজম হোসেন (২০) ও শার্শার রাড়িপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির (৩০) l
ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার জানান, বুধবার (১৮ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা সাকিনস্থ গয়ড়া-খড়িডাঙ্গা গামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢালীর ধানী জমি থেকে ১৯ বছর বয়সের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানার একটি মামলা দায়ের করা হয়। যার নং-৩৭ তাং- ১৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করে। পরে ডিবি’র (এসআই) মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে। এবং তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত শামীম ও রাব্বি নামে দুইজনকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ হাতে নাতে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরও ২ সদস্যকে গ্রেফতার করে শার্শা উপজেলার বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকটি উদ্ধার করে।
মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ে টাকা পয়সা দেনা-পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক সজিবকে মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে গলায় পোচ দিয়ে জবাই করে হত্যা করে। পরে মরদেহ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা নিহতের ইজিবাইকটি নিয়ে গোপন করার উদ্দেশ্যে তাদের সহযোগীদের নিকট রাখে মর্মে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919