জি এম মনিরুজ্জামান শ্যামনগর প্রতিনিধিঃ-শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত গত ইং ৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্যামনগর মো: আসাদুজ্জামন এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
উক্ত আলোচনা সভায় শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী,শ্যামনগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,হায়বাতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীবৃন্দ ।