রাজবুল হাসান রাজু : বিদ্যুৎ স্পৃষ্টে আমির হামজা (২২) নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে। সে ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের শাহজাহান হোসেন পলাশের একমাত্র পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার(১লা অক্টোবর) বেলা ১ টার দিকে তাঁদের খুলনার বাড়িতে ছাদের উপরে রড উঠানোর সময় রডের সাথে বৈদ্যুতিক লাইনে শক খায়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঐদিন রাত ১০ টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি গান্ধুলিয়ায় নিয়ে আসা হয়। সোমবার বেলা সাড়ে দশটায় নামাজে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে আমির হামজার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।