২৫ সেপ্টেম্বর,২০২৩ নিউজ ডেস্ক:- বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী খোকন। তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন তিনি। মোহাম্মদ আলী খোকন ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান। তিনি আগামী ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন। আজ ঢাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইসরাক টেক্সটাইল মিলস লিমিটেডের এমডি মো. ফজলুল হক। নির্বাচিত অন্য দুই সহ-সভাপতি জাজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান মো.ফায়জুর রহমান ভূঁইয়া এবং এন জেড গ্রুপের অন্যতম উদ্যোক্তা সালেউদ জামান খাঁন।পরিচালকরা হলেন-মো.মোশারফ হোসেন,মো.মনির হোসেন,সৈয়দ এনায়েত কবির,এম.সোলায়মান,মো. খোরশেদ আলম,মো.মাসুদ রানা, ইঞ্জিনিয়ার রাজিব হায়দার,মোনালিসা মান্নান,ইঞ্জিনিয়ার ইশতেহাক আহমেদ সৈকত,বি.এম.শোয়েব,মো.শাহিদ আলম,আজিজুর আর চৌধুরী,আহমেদ শাহরিয়ার রহমান,মোহাম্মদ হাবিবুর রহমান,আবদুল্লাহ আল মামুন,সৈয়দ নুরুল ইসলাম,নুর-ই-ইয়াসমিন ফাতিমা,আনাফ আজিজ,মো.কামরুল হাসান,আবদুল ওয়াদুদ চৌধুরী,মো.আযহার খান, রাশেদুল হাসান রিন্টু ও মতিউর রহমান।