বাংলাদেশের মৌলভিবাজার ও সিলেট অঞ্চলে কিছু লোকের বসবাস যারা ধর্মীয় ভাবে মুসলিম কিন্তু জাতিসত্তার বিচারে মনিপুরি। আবার মুসলিম হলেও রীতিনীতিতে তারা মূলধারার বাঙ্গালীদের চেয়ে ভিন্ন।
সাংস্কৃতিক ভাবে বরং মণিপুরিদের সাথে তাদের মিল বেশি। যদিও ধর্ম চর্চা থেকে শুরু করে বিয়ে সবই ইসলাম ধর্মমতে তারা পালন করেন তবে নানান সামাজিক অনুষ্ঠানগুলো তারা উদযাপন করেন নিজেদের মতো করে।
এছাড়া মসজিদে জুমার খুতবা বা বিভিন্ন ধর্মীয় আলোচনাও তারা করেন পাঙাল ভাষায়, এবং নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে তারা বিয়েশাদীও করেন নিজেদের গোষ্ঠীর মধ্যে।