ময়মনসিংহ প্রতিনিধি :: “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২ জানুয়ারী ২০২৫) শ্যামগঞ্জ স্টেশন রোড ডাক বাংলো অডিটোরিয়ামে বর্ণিল শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ ও জুলাই বিপ্লব শহিদদের স্মরণ এবং গণতন্ত্রের মুক্তি ও স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে যাঁরা আত্মউৎসর্গ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় শ্যামগঞ্জের প্রয়াত সাংবাদিক সৈয়দ সিদরাতুল মুনতাহার ও এস আই গৌতম রায় সহ প্রমুখকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামগঞ্জ প্রসক্লাবের উপদেষ্টা মোঃআনোয়ার হোসেন খান সুুপল্লব ।
তিনি শ্যামগঞ্জ প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করেন এবং সুষ্ঠু দ্বারার সাংবাদিকতা করার জন্য বলেন।
তিনি বলেন, “আশা করি শ্যামগঞ্জ প্রেসক্লাবের কলম সৈনিকরা তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরবে। আমরা আনন্দিত ও খুশি শ্যামগঞ্জ প্রেসক্লাব গঠন হওয়াতে। এ ধরনের সংগঠন বহু আগেই গঠন হওয়া দরকার ছিল। আপনাদের ধন্যবাদ শ্যামগঞ্জ প্রেসক্লাব গঠন করার জন্য। আপনাদের ভাল কাজের পাশে আমি ও আমার দল বি এন পি সব সময় থাকবো। কানণ বি এন বি সাংবাদিক বান্ধব দল।
“বাংলাদেশের খবর “গৌরীপুর প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃআল ইমরান এর সভাপতিত্বে ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের প্রদর্শক মোঃগোলাম হায়দার, গৌরীপুর থানার এস আই মোঃ খুরশেদ আলম, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এ এস আই শফকুল ইসলাম, এ এস আই মো: ফারুক আহমেদ, পূর্বধলার কালবেলার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন শ্যামগঞ্জ প্রসক্লাবের সহ সভাপতি মোঃ আবদুর রউফ দুদু, সহ সভাপতি মোঃজানে আলম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন মামুন, কোষাধ্যক্ষ মোঃ জুবায়ের আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও ১নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ পল্লব খান, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের যুগ্ম আহ্বায়ক মো: পারভেজ মজুমদার, যুগ্ম আহ্বায়ক মোঃ নোহাস খান, যুগ্ম আহ্বায়ক তামিম সহ শ্যামগঞ্জ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ১ জানুয়ারী ২০২৪ ইং এর প্রথম প্রহরে শ্যামগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য কমিটির দৈনিক “বাংলাদেশের খবর” গৌরীপুরের প্রতিনিধি মোঃ আল ইমরানকে সভাপতি ও একুশে নিউজের ময়মনসিংহ প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম খান (মনির) কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল।