বরিশালের হিজলা উপজেলায় মেধাবী ৩৭৭ জন শিক্ষার্থীদের মাঝে রহমান এন্ড নেছা ফাউন্ডেশন বৃত্তি ও
পুরস্কার বিতরন
বিশেষ প্রতিনিধি:- বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, কাওমিয়া ও হাফিজিয়া মাদরাসার ২০২৩ শিক্ষাবর্ষের হিজলা ও কাজিরহাট থানার মেধাবী ৩৭৭ জন শিক্ষার্থীদের মাঝে রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি ও পুরস্কার বিতরন করা হয়েছে।
২৬ আগস্ট সকাল ১১ টায় সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রহমান ও নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান এর ছেলে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এএম মাসুম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু, আফসার উদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, মাউতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম,এফ এ আর গ্রুপের ম্যানেজার আবুল খায়ের মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক ও মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত উদ্দিন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনীতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মাসুম তার বক্তব্যে বলেন অসহায় দুঃস্থ মানুষের জন্য এই দানের হাত অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে হিজলা ও কাজিরহাট এলাকার নানা বয়সী প্রায় তিন হাজার জনগণ অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে ব্যারিস্টার মাসুম ৩৭৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ৩ হাজার টাকা ও উপহার সামগ্রী তুলে দেয়।