December 9, 2024, 5:07 am

বগুড়ার সারিয়াকন্দিতে গত ২৪ ঘন্টায় যমুনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে

Reporter Name
  • Update Time : Thursday, August 31, 2023,
  • 28 Time View

৩১ আগস্ট,২০২৩ নিউজ ডেক্স:- গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । বুধবার বিকেল ৬ টায় যমুনার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রাহিত হচ্ছিল। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় হাসনাপাড়া স্পার হুমকির মুখে পড়েছে। শক্তিশালী স্পারের স্যাংক দেবে যাওয়ায় ঐ এলাকার মানুষ আতংকিত হয়ে বুধবার বিনিদ্র রাত কটিয়েছে। স্পার ভেঙ্গে গেলে পাশে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে বিস্তীর্ণএলাকা প্লাবিত হয়ে পড়বে।গৃহ হারা হয়ে পড়বে হাজার হাজার মানুষ।
পাউবো বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান হাসনা পাড়া স্পারে ভাঙন দেখে দিয়েছে। স্পারের তলদেশ ক্ষতি গ্রস্ত হয়েছে। ৬৫ ফুট মাটির স্য্যংক দেবে গেছে।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা,জেলা প্রশাসক ও পুলিশ সুপার সারা রাত জেগে হাসনাপাড়া স্পার রক্ষায় কাজ করেছে । স্পারের দেবে যাওয়া অংশ মেরামত চলমান আছে এমনটি জানান পাউবো‘র এ কর্মকর্তা। এ দিকে হাসনাপাড়ার স্পারের পাশে বন্যা নিয়ন্ত্রন বাঁধের অপর পাড়ের মানুষ আতংকিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে আবারও বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও জেলা পুুুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী স্পার পরিদর্শন করেছেন।
অপর দিকে উজানের ঢলে সারিয়াকান্দির চরাঞ্চলের ৪ টি ইউনিয়ন বোহাইল,কাজলা,কর্নিবাড়ি ও চালুয়াবাড়ি নিনমাঅঞ্চল প্লাবিত হয়েছে ।অপরদিকে যমুনার ভাঙনে কামালপুর অংশে মেরামত কাজ চলমান রয়েছে বলে জানান পাউবো কর্মকর্তারা।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা জানান যমুনার পানি বৃদ্ধি পওয়ার ফলে ১৫ হেক্টর আমন(স্থানীয় জাতের গাইঞ্জা ধান),২ হেক্টর বীজতলা ও ১ হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যমুনায় পানি আরো বাড়তে পারে বলে জানান পাউবো কর্মকর্তা। পাউবো কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919