শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের কুশমাইল টেকিপাড়া উচ্চ বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত কাজের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন জাতীয় দৈনিক ভোরের চেতনা,ইনকিলাব,ঢাকা প্রতিদিনের সাংবাদিকগণ। অভিযুক্তকারী আসামী কুশমাইল টেকিপাড়া উচ্চ বিদ্যালয়ের জমিতে থাকা গাছ ও বিশালাকার ঘর বিক্রি করে তাজউদ্দীন,লুৎফর রহমান, জাহাঙ্গীর,জসীমউদ্দিন,জাকির হোসেন,আজাহারুল ইসলাম আজা,টাকা আত্নসাৎসহ নানা অনিয়মের প্রেক্ষিতে জমিদাতা শামসুদ্দিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের সূত্র ধরে জাতীয় দৈনিকের সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তকারীগণ ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়।সন্ত্রাসীদের হামলার ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়।আহত সাংবাদিকদের স্হানীয়রা উদ্ধার করে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা জন্য নেওয়া হয়।সন্ত্রাসীরা সাংবাদিকদের সংগৃহীত তথ্য উপাত্ত,ক্যামেরা,মোবাইল সেট সাথে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।সন্ত্রাসী হামলায় জাতীয় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ বিষয়ে প্রতিকার চেয়ে ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।সন্ত্রাসী হামলার বিষয়টি জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়আনা হবে।