১৬ অক্টোবর ২০২৩, নিউজ ডেস্ক:-চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই‘একটি স্বাধীন ফিলিস্তিন’রাষ্ট্রের জন্য বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি মনে করেন ইসরায়েল-গাজা সংঘাত থেকে বেরোনোর এটিই একমাত্র পথ। সিএনএনের খবরে বলা হয়েছে,ইরানের পরররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্র মন্ত্রী এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংকে‘শান্তির মধ্যস্থতাকারী’হিসেবে মন্তব্য করেন।
ওয়াং-ই বলেন,বেইজিং শান্তি এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিবে। ফিলিস্তিনি জনগণের জাতীয় স্বার্থ রক্ষার জন্য চীন তাদেরকে সমর্থন করে। তিনি বলেন,ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির বর্তমানে রূপের জন্য মৌলিক কারণ হলো- ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকার দীর্ঘদিন দাবিয়ে রাখা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘যত দ্রুত সম্ভব ঐতিহাসিক এই অবিচারের সমাপ্তি টানতে হবে।