স্টাফ রিপোর্টার:-বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসি মালিক শফি মাহমুদ উজ্জ্বলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সামনের ফার্মেসি থেকে এসব জব্দ করা হয়। গ্রেপ্তার শফি উপজেলার উজ্জ্বলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে।আদমদীঘি পুলিশ জানায়,শফি তাঁর ফার্মেসিতে ওষুধের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়াই নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। গতকাল রাতে বিক্রির সময় ১০০টি ট্যাপেন্টাডলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার উপপরিদর্শক প্রদীপ কুমার বর্মন বলেন,মামলার পর আজ বুধবার দুপুরে তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।