ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধিঃ
ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) ফরিদপুর জেলা শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডের পৌর মার্কেটের দোতলায় ২১নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটির ফরিদপুর জেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব) সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক প্রকাশ চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক মোঃ রুবেল শেখ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী তদন্ত সম্পাদক শারমিন আক্তার রিমা।
এ আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত সকলের মতামত নিয়ে কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত ও মতামত গ্রহন করা হয়।