ফরিদপুর প্রতিনিধিঃ
ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস), গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, ফরিদপুর জেলা কমিটির পক্ষ থেকে অদ্য ২২-৮-২০২২ ইংরেজি রোজ সোমবার ফরিদপুর জেলার স্বনামধন্য জেলা প্রশাসক জনাব অতুল সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ,ফুলেল শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সাইটি এনপিএস ফরিদপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি: ফয়সাল আহমেদ, সহ-সভাপতি: মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক: মোঃ রবিউল হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক: আক্তার হোসেন, অর্থ সম্পাদক: মহিউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক: প্রকাশ চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক: মোঃ রুবেল শেখ, মহিলা ও শিশু বিষয়ক: সম্পাদক স্বপ্না আক্তার, তদন্ত বিষয়ক সম্পাদক: নিরঞ্জন মিত্র।
মাননীয় জেলা প্রশাসক মহোদয় সংগঠন ও সংগঠনের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং সেইসাথে দিকনির্দেশনা প্রদান করেন। সংগঠনের সকলে মাননীয় জেলা প্রশাসক সাহেবের সকল কথা অতি মনোযোগের সঙ্গে শোনেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে তাহার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।