১৩ সেপ্টেম্বর ২০২৩,সিরাজগঞ্জ প্রতিনিধি:-পরিবেশরক্ষায় আগামী প্রজন্মদেরকে বজ্রপাতের হাত থেকে রক্ষা
করতে,ছায়াময় পাতা ছড়িয়ে দিতে এবং তালফলের চাহিদা মেটানোর জন্য ২০২২-২৩ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে-গত ৮ জুন-২০২৩ তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের রাস্তা হতে কান্দাপাড়া রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ৪’শতাধিক তাল গাছের চারা রোপন করার পর হতে পরিচর্যা করা হয়। ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এসব তালগাছের চারাগুলো বেশদ্রুত বেড়ে উঠছে ফলে প্রাকৃতিক পরিবেশকে বেশ সৌন্দর্য মন্ডিত করে তুলেছে। পরিবেশরায় এমন উদ্যোগ ভূমিকা রাখতে পরে
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত বলেন, গত ৮ জুন-২০২৪ তারিখে তালগাছের চারাগুলো রোপণ করা হয়। রোপনকালে চারাগুলোকে সুরক্ষা করতে নেট দিয়ে ঘিরে দেওয়া হয় এবং নিয়মিত পরিচর্যা করা অব্যাহত রয়েছে । স্থানীয়রা চারা গাছগুলো প্রতি সুদৃষ্টি রাখলে চারাগাছগুলো আরো ভালভাবেই বৃদ্ধি পাবে । এজন্য অত্র এলাকার সর্বস্তরের মানুষের সুদৃষ্টি কামনা করি।
তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। তালগাছ একটি ওষুধি গুন সম্পন্ন ফল।এগাছ ভূমি রক্ষা করে সহজে ঝড়ে ভাঙ্গেনা ফসলের শেল্টার বেল্ট হিসেবে কাজ করে। এগাছ বড় হলে এলাকার অনেকে ফলখেতে পারবে ।
শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা জানান যে,আমি সাথে থেকে ৪’শতাধিক তালগাছের চারা রোপন করি এখন চারা গাছ গুলো এখন বেশ বৃদ্ধি পাচ্ছে। আমি নিজেও পরিচর্যা করি। ইউপি সদস্য মোঃ হযরত আলী জানান যে,আমাদের ওয়ার্ডের উত্তর সারটিয়া রাস্তার দু’পাশ জুড়ে ১ কিলোমিটার জুড়ে লাগানো তালগাছগুলো এখন বড় হচ্ছে। আমি নিজে ও প্রায় নিয়মিত দৃষ্টি রাখি এবং পরিচর্যা করতে অন্য জনসাধারণকে উৎসাহিত করে থাকি।