৩০ অক্টোবর ২০২৩, নিউজ ডেস্ক:- বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন,বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের এগিয়ে চলছে,২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামাত দেশ ও জনগণের বিরুদ্ধে পদে পদে নানামুখী ষড়যন্ত্র করে চলছে। এই বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না,উন্নয়নে বিশ্বাস করে না,তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। যারা পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে।
রবিবার বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়া জেলা আওয়াামী লীগ আয়োজনে বগুড়া সাতমাথার মুজিব মঞ্চে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী নেতা প্রদীপ কুমার রায়,আসাদুর রহমান দুলু,শাহরিয়ার আরিফ ওপেল,অ্যাডভোকেট জাকির হোসেন নবাব,অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু,সুলতান মাহমুদ খান রনি,আব্দুল্লাহ আল রাজী জুয়েল,খালেকুজ্জামান রাজা,নাসরীন রহমান সীমা,আনিসুজ্জামান মিন্টু,রুহুল মোমিন তারিক,আবু সেলিম,এম এ বাসেদ,শামসুল আলম জয়,সাইফুল ইসলাম বুলবুল,রফি নেওয়াজ খান রবিন,ওবায়দুল হাসান ববি,মাহফুজুল ইসলাম রাজ,শহিদুল ইসলাম দুলু.আলমগীর স্বপন,সাবরিনা পিংকী,আবদুস সালাম,কামরুল মোশেদ আপেল,শুভাশিষ পোদ্দার লিটন,আমিনুল ইসলাম ডাবলু,রাশেদুজ্জামান রাজন,সজিব সাহা,আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।