December 8, 2024, 5:57 am
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সফলতার প্রচারে সাধারণ বেশে এমপি জগলুল

Reporter Name
  • Update Time : Thursday, September 14, 2023,
  • 22 Time View

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:-পায়ে স্যান্ডেল,পরনে লুঙ্গি,গায়ে হাফ হাতা শার্ট সাদামাটা এ পোশাকেই প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সফলতা তুলে ধরতে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছেন সাতক্ষীরার এমপি জগলুল হায়দার। সাধারণ পোশাকেই স্বাচ্ছন্দ্যে সব শ্রেণীর মানুষের সঙ্গে মিশে যান সাতক্ষীরার ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সবকিছুকে পেছনে ফেলে সাধারণ মানুষের সঙ্গে কীভাবে মিশে চলতে হয় সেটি ভালো করে জানেন এ জনপ্রতিনিধি।অনেকেই ছবি তোলার জন্য ক্যামেরার সামনে গা ভাসান কিন্তু এমপি জগলুলের চলাফেরার স্টাইলটা একেবারে সাদামাটা অন্যদের থেকে বরাবরই আলাদা তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমানে প্রতিদিন এলাকায় গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়ন সফলতার লিফলেট বিতরণ করছেন তিনি। এবার লুঙ্গি হাফ হাতা শার্ট পরে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে সাতক্ষীরার জনপ্রিয় এ নেতাকে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকা শ্যামনগর এবং কালীগঞ্জের ২০টি ইউনিয়নে সরকারের উন্নয়ন সফলতা লিফলেটের মাধ্যমে প্রচার করছেন।

জামায়াত অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের শক্ত অবস্থান ও ঘাঁটি তৈরি করতে জগলুল হায়দার এবার কৌশলী পথে হাঁটছেন। সাধারণ জনগণের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে চলেছেন নির্বাচনী এলাকায়। নিজেকে জনগণের কাতারে নামিয়ে এনে কখনো কৃষক, কখনো শ্রমিক বেশে, কখনো পরিবারের আপনজন হয়ে ধরা দিয়ে দলীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের জন্য জনবান্ধব এই সংসদ সদস্য দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ও মিডিয়ায় আলোচিত হয়েছেন।

আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে বিকালে লিফলেট বিতরণ করেন তিনি।এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন ও প্রধানমন্ত্রীর উন্নয়ন সফলতার লিফলেট দেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকবর কবীর,
মুন্সীগন্জ ইউপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম রেজাউল করিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম,মুন্সীগন্জ ইউনিয়নের যুবলীগের আহবায়ক আব্দুল্ল্যাহ,মো: আইয়ুব বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919