১১ অক্টোবর ২০২৩,খাগড়াছড়ি প্রতিনিধি:-খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ১হাজার ৪৮০ প্যাকেট বিদেশি সিগারেটসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টায় উপজেলার কিনাচানপাড়ার মগমারাছড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক ও একটি নাম্বার বিহীন মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। আটক রাজিব পানছড়ি উপজেলার মধুরঞ্জন কারবারি পাড়ার সুলেন্দ্র চাকমা ও টিংকু দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কালাচান মহাজনপাড়ার কালাময় চাকমার ছেলে।
পুলিশ জানায়,অভিযান চালিয়ে উপজেলার কিনাচানপাড়ার মগমারাছড়া ব্রিজ এলাকায় একটি নাম্বার বিহীন মাহেন্দ্রে তল্লাশি চালিয়ে ১হাজার ৪৮০ প্যাকেট সুপার স্লিম মন্ড অবৈধ সিগারেটসহ ২জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক সিগারেটের মূল্য প্রায় ১লক্ষ ৭৭হাজার টাকা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।