পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে জখম :জাহিদ হোসেন ঃসালথাঃ প্রতিনিধিঃ৷ ফরিদপুরের সালথায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সিংহপ্রতাব গ্রামের মৃত শাহিদ শিকদারের ছেলে দেলোয়ার শিকদার (৫০) ও জিয়া শিকদার (৩৫)।
পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দেলোয়ার শিকদার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ জব্বার খালাসী, সুজাদ খালাসী ও কাসেম খালাসী শুক্রবার রাতে হঠাৎ এসে আমাকে পাঁচ হাজার টাকা দিতে বলে।
স্থানীয়রা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। জব্বার খালাসী দেলোয়ারের ছেলে সাকিলের কাছে পাঁচ হাজার টাকা পাবে।
সেই টাকা কয়েকবার চাইলেও ফেরত দেয় না সে। পরে বিষয়টি নিয়ে সালিশ হলে মাত্র এক হাজার টাকা ফেরত দেয়। বাকি টাকা দেওয়া নিয়ে গড়িমসি করছিল।
শুক্রবার রাতে ওই টাকা চাওয়া নিয়ে জব্বার আর সাকিলের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দেলোয়ার আর জিয়া আহত হয়।
অভিযুক্ত জব্বার খালাসী, সুজাদ খালাসী ও কাসেম খালাসীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পাশাপাশি আহতদের উদ্ধার করে নিজের পকেটের টাকা দিয়ে এ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের হাসপাতালে পাঠাই। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।