পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠেয় মনিটরিং কমিটির সভায় কমিটি সচিব উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, চলতি আমন মৌসুমে বিভিন্ন ইউনিয়নে ১৪শ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিসিআইসি-১১ডিলার ও বিএডিসি-১৬ মোট ২৭ জন ডিলার রয়েছে। তিনি পর্যাপ্ত সার মজুদের তথ্য দিয়ে সার-বীজ ডিলারদের উদেশ্য করে বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ও সাইনবোর্ড টাঙানো এবং কোন সার ডিলার সার সংকট দেখালে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। কমিটি সংশ্লিষ্টদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাশ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ,বিষ্ণুপদ সিংহ,সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ,মান্নান গাজী, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, হরিঢালীর প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, লতার ভারঃ চেয়ারম্যান পুলকেশ রায়,রাড়ুলীর প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডিলার রামপদ পাল,মোহাম্মদ আজাহারুল ইসলাম লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ হালদার,নূর ইসলাম খান,
কৃষক প্রতিনিধি রওশনারা বেগম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিশ্বজিৎ রায়, কৃষি উপসহকারী কর্মকর্তা ডল্টন রায়। তবে সভায় বিভিন্ন ইউনিয়নে সার-বীজ ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানের স্থান নিয়ে কমিটি সংশ্লিষ্ট ডিলার রামপদ পাল-নূর ইসলাম খান ও আজাহারুল ইসলাম লাভলু একে অপরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ করেন। এ প্রসঙ্গে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, সরকারী নীতিমালা মেনে কমিটি’র সদস্যদের মতামত নিয়ে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।