মোঃ নজরুল ইসলাম,পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি:-
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা হাট রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। গতকাল ২০ সেপ্টেম্বর বেলা ২টার দিকে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের রাধানগর টেম্পল ভগবানপুর রেলগেট রাস্তার পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি!এই সময় উক্ত অনুষ্ঠানে আটাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ ওয়াহেদ আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, এমপি সামছুল আলম দুদু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল কাইয়ুম প্রকৌশলী উপজেলা পাঁচবিবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মহির উদ্দিন মন্ডল, জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রব্বানী ইস্তি, এ অনুষ্ঠানের আহবায়ক পাঁচবিবি আওয়ামী লীগের সদস্য ছাদেকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগ শাহারিয়ার রহমান শৈশব, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।