মোঃ নজরুল ইসলাম,পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি:-
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতি পাঁচবিবি এন এম সরকারি গার্লস বালিকা ও এল বি পি সরকারি উচ্চ বিদ্যালয়ের (অবঃ) শিক্ষিকা মাহমুদা নাছরিন আক্তার জুই এর সভাপতিত্বে আজ ১সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট ৫২ নং গ্রুপ ও বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ বার্ষিক ডে-নাইট ২ দিন ব্যাপি ক্যাম্প ২০২৩ কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব জ্বনাব হাবিবুর রহমান হাবিব,মেয়র পাঁচবিবি পৌরসভা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না,পাঁচবিবি উপজেলা পরিষদ এবং মারুফ আফজাল রাজন এসিল্যান্ড পাঁচবিবি জয়পুরহাট ও প্রমূখ।