মোঃ নজরুল ইসলাম,পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি:-
গতকাল শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ধরঞ্জি ইউনিয়নের ধরঞ্জি বাজার এলাকার মৃত শুকুর আলির ছেলে সামছুল ইসলামের বাড়ির গোসলখানার মেঝের নীচ থেকে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
উক্ত বাড়িতে কর্মরত রাজমিস্ত্রি নবিউল ইসলাম ও শ্রমিক উজ্জল হোসেন জানায় বাড়িটি সংস্কার কাজ করার সময় ঐ দিন বিকেলে বালু সিমেন্ট মিশ্রিত মসলা বেশি হওয়ায় বাড়ির মালিক তাদের গোসল খানার মেঝে করতে বলেন, কথা মতো সেই কাজ করতে গিয়ে সেখানে পুঁই শাক ও লাউ কেটে দিয়ে কোদাল দিয়ে মাটি সরাতেই সেখান থেকে অর্ধ পচা জিন্সের প্যান্ট ও বেল্ট দেখতে পায় গর্ত থেকে লাশের দৃগন্ধ পায়।
এ অবস্থায় তারা ভয়ে কাউকে কিছু না বলে মাটি চাপা দিয়ে পাঁচবিবি থানায় গিয়ে বিষয়টি জানায়।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আলম পাঁচবিবি থানার ইনচার্জ অফিসার জাহিদুল হক, সিআইডি সদস্যের উপস্থিতিতে লাশ উঠানো হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আলম বলেন মৃত দেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি উদ্ধার করা হয়।তিনি বলেন মৃত দেহটি সম্পৃর্ন গলিত এবং আর কিছু হাড় পাওয়া গেছে, এগুলো ডিএনএ টেস্টের জন্য ফরেনসিকে পাঠানোর পর পরিচয় সনাক্তের পরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।