এম, এ রানা ::পল্লী প্রাণী চিকিৎসা সেবায় টেকনো ড্রাগস লিঃএর অবদান শীর্ষক এক সেমিনার ৮ আগষ্ট সোমবার বেলা ১১ টায় পৌরসভা ভবনে অনুষ্ঠিত হয়।
টেকনো ড্রাগস এর উদ্যোগে পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েসান কলারোয়ার পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে ( plea) সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারে ” টেকনো ড্রাগস এর অবদান ও আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন টেকনো ড্রাগস লিঃ এর খুলনা বিভাগীয় আর,এস,এম সেলিমুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টেকনো ড্রাগসের সাতক্ষীরা জেলা ম্যানেজার তুষার কুমার নন্দী,
কলারোয়া প্রতিনিধি সাদ্দাম হোসেন, পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েসানের সাধারন সম্পাদক আলী হোসেন,অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন প্রাণী চিকিৎসক মুন্সি শাহিনের রহমান, গীতা পাঠ করেন মুধু সুধন মিস্ত্রি, অনুষ্ঠান পরিচালনা করেন ফামা’সিষ্ট এম, এ মাসুদ রানা, সেমিনারে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন পল্লী প্রাণী চিকিৎসক অংশ গ্রহণ করেন।