কাজে ফেরার ঘোষণা দিতেই একের পর এক চমক দিয়েই চলেছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পর এবার ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামের এ ফিল্মটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এতে পরীমণির নায়ক হচ্ছেন মাহফুজ আহমেদ। এমনটাই জানালেন পরিচালক। বছর দুয়েক আগে এই জুটিকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিলেও সেটি আর হয়নি।
চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’
‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। চয়নিকা জানান, চলতি বছরই সিনেমার কাজ শেষ করতে চান তিনি। ফিল্মটির নাম পরিবর্তন হতে পারে।