পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। রানের দিক দিয়ে কিংবদন্তি খেলোয়াড় রিকি পন্টিং ও ব্রায়ান লারাকে পেছনে ফেলার বিশাল সুযোগ এসেছে বাংলাদেশ অধিনায়কের সামনে।
সাকিব গত চার বিশ্বকাপে মোট ১১৪৬ রান সংগ্রহ করেছেন, বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত মোট রানের তালিকায় নবম স্থান দখল করেছেন।
জ্যাক ক্যালিস সাকিবের চেয়ে মাত্র দুই রান বেশি করে আট নম্বরে রয়েছেন, সনাথ জয়সুরিয়া 1,165 রান করে সাত এবং ক্রিস গেইল 1,186 রান নিয়ে ছয় নম্বরে রয়েছেন। তিন ব্যাটারে এগিয়ে যেতে সাকিবের প্রয়োজন মাত্র ৪১ রান।
এদিকে, এবি ডি ভিলিয়ার্স 1,207 রান করে পাঁচ নম্বরে, ব্রায়ান লারা 1,225 রান করে চার নম্বরে, কুমার সাঙ্গাকারা 1,532 রান সংগ্রহ করে তিন নম্বরে এবং রিকি পন্টিং 1,743 রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
বিশ্বকাপে সর্বোচ্চ 2,278 রান করায় শচীন টেন্ডুলকার টেবিলের শীর্ষে রয়েছেন। তাকে অতিক্রম করা প্রায় অসম্ভব।
তবে এই বিশ্বকাপে ৫৯৭ রান করলে সাকিব দুই নম্বরে থাকতে পারেন।