মোঃ রিয়াজ হোসেন বরিশাল জেলা প্রতিনিধি:- বরিশালের পটুয়াখালী জেলা (গোয়েন্দা) ডিবি পুলিশের অভিযানে পঁয়তাল্লিশ বোতল ফেনসিডিল ও নগদ (পঁচিশ হাজার) টাকা ও ফেন্সিডিল বিক্রয়ে ব্যবহৃত ২ টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৮:৩০ টার সময় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন,পটুয়াখালী জেলার,পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম, তিনি জানান, পটুয়াখালী জেলা (গোয়েন্দা) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা’র নেতৃত্বে এসআই (নিঃ) সম্বিত রায়,সংগীয় ফোর্সের টিম পটুয়াখালী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় সন্দেহ জনক দুই ব্যক্তীর দেহ তল্লাশী করে (৪৫) বোতল ফেনসিডিল জব্দ ও তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন,পটুয়াখালী পৌরসভার ০৭নং ওয়ার্ড সিএন্ডবি অফিস এলাকার বাসিন্দা মৃত সফেজ খাঁ ছেলে মোঃ কালাম খাঁ(৩০) ও একই এলাকার ফজলে আলী মুন্সী’র ছেলে মোঃ আবুল বাশার(৪৫)।
পটুয়াখালী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ,একে এম আজমল হুদা বলেন, পটুয়াখালী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩৫(পয়ত্রিশ) বোতল কর্কযুক্ত ফেন্সিডিল, ১০ টি ফেন্সিডিলের খালি বোতল এবং মাদক বিক্রির নগদ টাকা ২৫,০০০/-(পচিঁশ হাজার) টাকা, ও ফেন্সিডিল বিক্রয়ে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।