নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের লোহাগড়া উপজেলার নব-নির্বাচিত সড়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শরিবার দুপুরে লক্ষীপাশা ঢাকা কাউন্টারের সামনে এল-এস নিউ মার্কেট চত্বর এলাকায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
এসময় নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা কমিটির নেতৃবৃন্দ।
এতে মোঃ পান্নু মোল্যার সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিপ্লব হোসেন (বিলো) বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুগ্ন সম্পাদক মোঃ মকতুল হোসেন, কোষাধ্যক্ষ মাহাবুর রহমান, লোহাগড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজাম খান, মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ হিরন, সহ-সাধারণ সম্পাদক তিতু গাজী, সদস্য আবু তাহের প্রমুখ।
লোহাগড়া উপজেলা সড়ক কমিটির নব-নির্বাচিত উপদেষ্টা কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, মোঃ কামাল খাঁ, মোঃ শহিদ শেখ, মোঃ ছমির শিকদার, এনামুল হক মৃধা, শাহাজান শেখ, মির্জা খান, জহির শেখ, আক্তার হোসেন, পান্নু মোল্যা, জিয়াউর শিকদার, সড়ক সম্পাদক মোঃ প্রিন্স মোল্যা, সহসড়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, মোঃ তারিকুল ইসলাম (রুবেল) সহ ২৫ সদস্যবিশিষ্ঠ একটি সড়ক কমিটি ঘোষণা করা হয়।