ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর খোলা চিঠি::
সম্মানিত সদস্যগণ শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং প্রিয় দেশবাসী,
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আপনাদের জ্ঞাতার্থে সবিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও কপিরাইট আইনে নিবন্ধিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা “ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)” একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা l
সংস্থাটি প্রতিষ্ঠা লগ্ন হতে প্রায় ১৫ বছর যাবত বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়,আইন ও প্রশাসনিক দপ্তর / সংস্থাকে অবগত ও অনুগত হয়ে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সুনামের সাথে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্র ও সরকারের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ ও সহায়তা করিয়া আসিতেছে l বিভিন্ন আবেদনকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ এবং সরজমিনে পর্যবেক্ষণ কার্যক্রম করে থাকে l পাশাপাশি দুস্থ অসহায় নির্যাতিত ও সুবিধাবঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় মধ্যস্থতা,সালিশ কার্যক্রম,আইনগত সহায়তা এবং আইনি লড়াই চালিয়ে যায় l এ পর্যন্ত অসংখ্য মামলার নিষ্পত্তি ও সমাধান দিয়েছে এবং আরো চলমান আছে l তাছাড়াও দুইটা বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় অগণিত মানববন্ধন সাংবাদিক সম্মেলন সভা সেমিনার হয়েছে l উপরোক্ত কার্যক্রম গুলো প্রয়োজনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াতে প্রকাশ করা হয়। গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক মূলধারার কার্যক্রম ও পরিচালনা বিদ্যমান রহিয়াছে l স্বচ্ছতা ও জবাবদিহিতা চেয়ারম্যান অন্যান্য পর্ষদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে নিয়ন্ত্রিত হয় l এখানে বিতর্কিত ব্যক্তিদের অবস্থান করার সুযোগ নেই l যাদের নিজেদের অপকর্মের বিষয়টি প্রকাশ পেয়ে যায় তখন তারা সংস্থা স্বেচ্ছায় ছেড়ে যান নয়তো তাদেরকে ঝেড়ে দেওয়া হয় l এটি একটি চলমান প্রক্রিয়া l কেউ বিচলিত বা হতাশ হবার কিছুই নেই l সংস্থা অসংখ্যা শিক্ষিত এবং অভিজ্ঞ পর্ষদে নিয়ে কার্যকরী পরিষদ গঠিত l তবে এটাই সত্যি সংস্থা ছাড় দেয় ছেড়ে দিবে না l কার্যক্রমকে আরো ত্বরান্বিত, পরিধির ব্যাপকতা ও গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকল সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল l সকলের নেক হা য়াত দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায়মো : মাহবুবুল ইসলাম চেয়ারম্যান,ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস) l