December 8, 2024, 10:18 am
শিরোনামঃ
কালিগঞ্জে মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের অর্থ প্রদান সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ

নৌকা মার্কায় ভোট চয়লেন এমপি ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না

Reporter Name
  • Update Time : Tuesday, October 17, 2023,
  • 27 Time View

১৭ অক্টোবর ২০২৩,সিরাজগঞ্জ প্রতিনিধি:- দেশে আরো উন্নয়ন করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার কোন বিকল্প নেই। নৌকা মার্কাই হলো দেশের মানুষের আশা ও ভরসার প্রতীক। আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও চতুর্থ প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট চাই । 
এ সময়ে তিনি আরো বলেন সন্ত্রাস মাদক তামাকমুক্ত বাল্যবিয়ে রোধে সমাজ গঠনে সকলের ভুমিকা পালন করতে হবে। অবহেলিত প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। আধুনিক প্রযুক্তি গ্রহণ করা ও  কারিগরি প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে বেকার যুবকরা কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার জনমুখী কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে।  
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন কালে ও অভিভাবক সমাবেশে উপরোক্ত কথা গুলো বলেন 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি এসময়ে অনুষ্ঠানে আরো বক্তব্যে বলেন, 
বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষাঙ্গনের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে । বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ প্রযুক্তি শিক্ষার বিকাশে ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে । আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা সহ শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে আরো সমৃদ্ধশীল করতে সরকার নানানমূখী কর্মসূচী হাতে নিয়েছে। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী,জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ  হাবিবুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম,সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পৌরকাউন্সিলর প্যানেল মেয়র -(২) রিয়াদ রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোঃ  শফিকুল ইসলাম, 
আড়িয়ামোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  আব্দুল আলীম,চুনিয়াহাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস সিরাজগঞ্জ-পাবনা জোনের সহকারি পরিচারল আবু সাইদ,ছানাউল্লাহ মল্লিকা আনছারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় করেন,জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগনেতা মোঃ সুলতান মাহমুদ,অভিভাবক সদস্য কামরুল হাসানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক,  অভিভাবক ও শিক্ষার্থীরা,অভিভাবকবৃন্দ সহ সুধীজন ও গুণীজনদের অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919