২৬ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিবেদক:- নীলফামারী জলঢাকায় শিক্ষার মান বাড়াতে ও শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তার জন্য আনন্দলোক ট্রাস্টের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গোলনা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ হলরুমে স্বপ্ন প্রকল্পের আয়োজনে অধ্যাক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরিফা আক্তার, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, হাবিবুর রহমান, আনোয়ারুল কবীর, কৃষ্ণা কাবেরী, আরমানা বেগম আনন্দলোক জেলা সমন্বয়কারী ধীরাজ রায়, এডুকেশন সুপারভাইজার পরেশ চন্দ্র সিনহা, ময়েন উদ্দিন, সাথী, বাব্বী সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক, ইউপি সদস্য সংশ্লিষ্ট ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা। আনন্দলোক ট্রাস্ট উপজেলার গোলনা, ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়নে ১০ টি অউন্নত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে ড্রেস, ব্যাগ, ছাতা, হারমোনিয়াম, শিক্ষার উপকরণ,চিকিৎসা সেবা সহ ঝরে পড়া শিশুদের স্কুল মুখি করতে বিভিন্ন সহযোগিতা করেন। আলোচনা সভায় সরকারের পাশাপাশি আনন্দলোক ট্রাস্ট শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরও কিভাবে বাড়াবে ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর করার পরামর্শ গ্রহণ করা হয়।