January 25, 2025, 6:10 am
শিরোনামঃ
মহান ১০ মাঘ উরস শরীফের আনুষ্ঠানিকতা সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে ০৫(পাঁচ) জন দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার। দক্ষিণ হালিশহরে জামায়াতে ইসলামীর দাওয়াতী‌ সভায় আল্লাহু আল্লাহু জিকিরের মাধ্যমে নিজের আত্মিক উন্নয়নের জন্যই ওরশ শরীফ -সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক কর্মশালা অনুষ্ঠান আয়োজিত জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা- কুড়িগ্রামে জামায়াত আমির টেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটক মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরনে একজনের পা বিচ্ছিন্ন আহত ২ টেকনাফ বিজিবি’র পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক -১ নরসিংদীতে অজ্ঞাতনামা হত্যার মামলার আসামি গ্রেফতার

নির্বাচন এলেই সুনামগঞ্জে শুরুহয় নেতাদের ডিগবাজী

Reporter Name
  • Update Time : Monday, September 25, 2023,
  • 48 Time View

কে এম শহীদুল সুনামগঞ্জ প্রতিনিধি:-
আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বার্চন আর এই নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫টি আসনে শুরু হয়েছে নেতা-কর্মীদের প্রচার প্রচারণা। পাশাপাশি জনবিচ্ছিন্ন নেতাদের ও দেখা যাচ্ছে নিজ নিজ দলের প্রাথর্ীদের সাথে ডিগবাজী ও পল্টিবাজি করে নিজেরাই নিজ নিজ দলের মনোনয়ন পেতে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার প্রচারণা। বছরের পর বছর যারা দলীয় পদপদবী নিয়ে ঘরে বসে ক্ষমতা ব্যবহার করেন সেই সমস্ত জন বিচ্ছিন্ন নেতাদের ও দেখা যায় নির্বাচন এলেই বসন্ত কোকিলের মতো ডাকতে শুরু করেন মাঠে ঘাটে হাটে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষমতা পাওয়ার আশায়।
নির্বচন এলেই শুরু হয় দলীয় নেতাদের ডিগবাজী ও গুণ-কৃর্তন । ঐ সমস্ত বসন্ত কোকিলেরমত রূপধারী নেতারা তখন ভুলে যান তাদের নিজ নিজ দলের ভাবমূর্তির কথা? যে যেমনি পারেন তেমনি নিজেরাই নিজেদের গুনগান গাইতে শুরু করেন সাধারণ মানুষের মাঝে। পাশাপাশি দলের অন্য প্রাথর্ীর বিরুদ্ধে ও সমালোচনা করেন তারা। যার রুপরেখা ইতিমধ্যে ভেসে উঠতে শুরু হয়েছে নেতাদের প্রচার প্রচারণার মাধ্যমে।যার ফলে যেমন বৃভান্তিতে পরেন সাধারণ মানুষ তেমনি দল ও পরেন বৃভান্তিকর পরিবেশের মধ্যে। আর এসব দৃশ্য শুধু দেখা যায় নির্বাচন এলেই । তেমনটি শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫টি আসনে এ সমস্ত কার্যকলাপ। আলোচনায় ইতি মধ্যে নামে বেনামে অনেক প্রার্থীরাই মাঠে আছেন প্রচার প্রচারণায় ।

তার মধ্যে কে কোন দলের মনোনয়ন ভাগিয়ে নিবেন সেই আসায় প্রহর গুনছেন তারা। মনোনয়ন পাবার পর শুরু হবে নেতাদের পল্টিবাজি, যারা মনোনয়ন পাবেন তারা পরবেন নতুন করে মহা বিপাকে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকে ডিগবাজী দিয়ে হবেন সতন্ত্রপ্রার্থী । আবার কেউ নিজ দলের নেতাদের পরাজিত করতে নিবেন আন্ডার গ্রাউন্ডে পল্টিবাজি। সেই দৃশ্য ও দেখা যাবে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা হওয়ার পর। তবে দলের সিদ্ধান্তে বাহিরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল বহিস্কার করবে এমন গুনজন ও শুনা যায় নির্বাচনের আগে? পরবর্তীতে দেখা যায় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা জয়লাভ করেন তাদের বহিস্কারের বদলে সাদরেই গ্রহন করা হয় নিজ নিজ দলের মধ্যে।

এমন তেলেসমাতি দৃশ্য দেখা যায়, নির্বাচনের আগে এবং পরে। এবার আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নেতাদের ডিগবাজী ও পল্টিবাজি কেমন হবে সেই ভাবনা থেকেই যায়। ক্ষমতাসীন দলের প্রার্থীরা এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে দলের সাথে বিদো্রহী করবেন না দলীয় প্রধানের নির্দেশ মেনে দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন সেই দৃশ্যমান পেক্ষাপট দেখা শুধু সময়ের দাবী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে সব দলের অংশ গ্রহনের প্রস্ততির গুনঞ্জন শুনা গেলেও এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করবে কিনা তা পরিস্কার হয়নি। এবারের নিবার্চনে সর্বদলের অংশ গ্রহনের মাধ্যমে একটি সুষ্টনির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেন সাধারণ মানুষেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919