শামীম আহমেদ নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
২০০৩ সালে স্থাপিত চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার ” নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘ” এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ওই কমিটির নব নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে।
সাংগঠনিক দক্ষতা ও একাডেমিক গতিবিধি বিবেচনা করে আগামী ২৩- ২৪ সালের কার্যকরি কমিটিতে সভাপতি করা হয়েছে শরীফ উদ্দিন সরফরাজকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে তালিফ হোসাইন।সরফরাজ নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের কৃতি সন্তান ও চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র এবং তালিফ উপজেলার গোকর্ণ ইউনিয়নের কৃতি সন্তান।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘের সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ সৌরভ ও সদ্য বিদায়ী সাধারন সম্পাদক অভিষেক সোম এর যৌথ স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন লাভ করে।
নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘের সহ সভাপতি হয়েছেন কাজী সজিব,নিয়ামুল আরহাম,সৈয়দ সাদেক, আল আমিন,শামীম আহমেদ,রতন দেবনাথ।
সহ সাধারন সম্পাদক হয়েছেন জিহাদ মিয়া,ইকরাম হোসেন ফারাবী,সংহিতা দেব,শর্মীলা দাস,তাজকিরাতুল তানিয়া,জহুরা আক্তার।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়জুল হোসেন সুহেল,প্রবীর রায় জনি ও শাহ মিনহাজ।