নগরকান্দায় ডাক্তারের কাছে শুনে নার্সদের পেটে বাচ্চা নিতে হবে, ডাক্তারের অপসারনে নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন
নগরকান্দা প্রতিনিধিঃ নগরকান্দায় ডাঃ এস এম ইফতেখার আজাদের কাছে শুনে এবং তার অনুমতি নিয়ে হাসাপাতালের কর্তব্যরত নার্সদের পেটে বাচ্চা নিতে হবে ( পেট বাঁধাতে হবে) এমন সব আপওিকর কুরুচিপূর্ণ কথার প্রতিবাদে বৃহস্পতিবার ( ৮ জুলাই) নগরকান্দার হাসপাতালের সকল নার্সরা বিশাল প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেন।
নগরকান্দার উপজেলা স্বাস্থ্য প, প, কর্মকর্তা ডাঃ
ইফতেখার আজাদের অনৈতিক কর্মকান্ড, নার্সদের গোপন মাতৃত্বের গর্ভ নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং ডাক্তারের অপসারনের দাবিতে, নগরকান্দার সিনিয়র জুনিয়র ষ্টাফ নার্সরা হাসপাতালের অভ্যান্তরীন ফটকে,বিক্ষোভ ও মানববন্ধন ও কর্মসূচি পালন করেন।
এসময় হাসপাতালের সিনিয়র নার্সিং সুপার ভাইজার, সালেহা পারভীন এবং সিনিয়র নার্স গুলশান আরা, গনমমাধ্যমের কাছে মুখে খুলে , বললেন। আমারা পেটে বাচ্চা ধারনন করলে, বাচ্চা নিলে বা গর্ভবতী হতে চাইলে ডাক্তার আজাদের অনুমতি নিতে হবে। এতে দেশের সকল নারী জাতিকে ছোট করে লজ্জায় ডুবিয়ে সকল মাতৃত্বকে অবমাননা করা হয়েছে।
এ ছাড়াও এই দুই নার্স কর্মকর্তা আরো বলেন,ডাঃ আজাদ, আমাদের কোন নার্সের সাথে সিনিয়র, জুনিয়, মায়ের বয়সী প্রবীন কোন ষ্টাফের সাথে ভাল ব্যবহার করেন না। তার অনৈতিক আচারনে আমরা অতিষ্ট। সকলের সাথে কুকুর বিড়ালের মত ব্যবহার করে।
সরকারি আদেশ এবং সরকারি যে কেন ইনফরমেশন বা নীতিমালার মধ্যে পড়ে এমন কোন নিয়মনীতির উপর তোয়াক্কা করেন, না।
সরকারি ২য় শ্রেণীর কর্মকর্তা মানের নার্স সহ হাসপাতালের সকল সরকারি ষ্টাফের চলতে হয় বহিরাগত ও তার ব্যক্তিগত লোক মৃদুল সিকদারের কথায়। অথচ তিনি সম্পূর্ণ বহিরাগত। আমরা সরকারের কাছে কে এই মৃদুল। তার খোঁজ নিন। সরকারি বহু গোপন তথ্য ভান্ডার তার হাত গলে বিত্রনপি জামায়াতের বাড়ি ঘরে চলে যায়।
উল্লেখ্য, গত( ১৫ জুলাই) নগরকান্দা হাসপতালের ৩৬ জন কর্মকর্তা /কর্মচারী, সিনিয়র, জুনিয়র ষ্টাফের স্বাক্ষরসহ ১৮/১৯ টি অভিযোগের ব্যাখ্যা দিয়ে, ফরিদপুর সিভিল সার্জনের মাধ্যমে, স্বাস্থ্য সচিব, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাপরিচালক, নার্সি মিডওয়াইফারি,বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সহ ফরিদপুর জেলা প্রশাসকের দপ্তরের এই সকল লিখিত অভিযোগের কপি দেওয়া হয়।
এই অভিযোগের বিষয় গনমমাধ্যমের সাথে কথা হয়, ডাঃএস এম ইফতেখার আজাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালথা (অতিরিক্ত দায়ীত্ব নগরকান্দার) সাথে তিনি, গনমমাধ্যম বললেন, সবকিছুই নার্সদের, সাজানো নাটক এবং প্রতিহিংসাপরায়ন। সবই মিথ্যা, সাজানো, বানোয়াট ও ভিওিহীন। ইহা একটিও সত্যও সঠিক নয়।
ছবিঃ ডাঃ ইফতেখার আজাদের অপসারনসহ মাতৃত্বকে অপমানের বিচারের দাবিতে, নগরকান্দার নার্সদের বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন।