নকলা (শেরপুর) প্রতিনিধি:-শেরপুরের নকলায় স্ববল প্রজেক্টের দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
স্ববল প্রজেক্টের শেরপুর জেলার দায়িত্ব প্রাপ্ত পরিচালক মো:শামীম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী,গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল ও স্ববল প্রজেক্টের সহ-বাস্তবায়নকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর চেয়ারম্যান মো:মহিউদ্দিন সেলিম প্রমুখ।
স্ববল প্রজেক্ট শেরপুর জেলার পরিচালক মো:শামীম আজাদ বলেন,কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা স্থানান্তরিত করা স্ববল প্রজেক্টের অন্যতম লক্ষ্য ও উদ্দ্যেশ্য। তিনি এ কাজ পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানগন,উপজেলার বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ,স্ববল প্রজেক্টের উপজেলা সমন্বয়ক উজ্জ্বল রায় ও স্বপন এসকিইউ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো:নুর হোসাইনসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।