১০ সেপ্টেম্বর ২০২৩,নওগাঁ থেকেঃ- নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অভিযানে নারী মাদক সম্রাজ্ঞী সাবিনা সহ তার ৪ জন সহযোগী আটক। সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কাম্প থেকে জানানো হয়,শনিবার ৯ সেপ্টেম্বর বিকেল ৫ টায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী তপন কুমার সরকার এর নেতৃত্বে একটি Special Operations Team সীমান্ত পিলার ২৫৭/-৩ আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চককাশিপুর গ্রাম’ঈদগাহ মোড়’এলাকায়”সালমা ভিলাতে”অভিযান পরিচালনা করাকালে পালিয়ে যাওয়ার নারী মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার ৪ জন সহযোগিকে ৩৪ পুরিয়া ২৬ গ্রাম হিরোইন,৮৪ পিস ইয়াবা ট্যাবলেট,১৪৮ ট্যাপেনটাডল ট্যাবলেট,মাদক সেবীদের কাছ থেকে বিভিন্ন সময় গ্রহণকৃত ১ ভরি ১৫ আনা ৫রতি স্বর্ণালংকার ও মাদক বিক্রয়ের নগদ অর্থ ৩ লাখ ৯৭ হাজার ৪শ’৮০ টাকা এবং ভারতীয় একশত রুপী সহ আটক করেন।
আটককৃত ৫ জন হলেন,নওগাঁর ধামুরহাট উপজেলার চককাশিপুর গ্রামের আলতাফ হোসেন এর স্ত্রী সাবিনা বেগম (৪০),শাকিল হোসেন এর স্ত্রী ছালমা খাতুন (১৯),হযরতপুর গ্রামের আতাউর রহমান এর ছেলে শাকিল হোসেন(২৩),লোদিপুর গ্রামের সাব্বির হোসেন এর স্ত্রী কুলসুম বেগম(১৭) ও পাথরঘাটা গ্রামের
আমিনুল ইসলাম এর স্ত্রী
ফাতেমা খাতুন(১৮)। আটককৃতদের মধ্যে মূল হোতা ও দূর্ধর্ষ মাদক চোরাকারবারী এবং সম্রাজ্ঞী হিসেবে এলাকায় পরিচিত সাবিনা ইয়াছমিন (৪০) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘ ৭/৮ বছর ধরে মাদক ব্যবসার বড় নেটওয়ার্ক গড়ে তুলেন আর তাকে সহযোগীতা করেন তার বাবা,মেয়ে, ভাতিজা ও ভাগ্নি। মাদক সম্রাজ্ঞী সাবিনার আগ্রাদ্বিগুন এলাকায় বিলাস বহুল বাড়ি রয়েছে এবং সে বিলাসী জীবন যাপন করেন বলেও জানান বিজিবি।এছাড়াও সাপাহার,পোরশা,পত্নীতলা,ধামইরহাট উপজেলা ও আশে পাশের এলাকায় তার নিজস্ব মাদক সিন্ডিকেট রয়েছে।
এঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন বিজিবি।