২৬ সেপ্টেম্বর ২০২৩, কে , এমন শহিদুল সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই মিহির চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১১ বস্তা ভারতীয় চিনি ও ১টি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ২ (দুই) জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকাল সাড়ে চারটায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১। মোঃ রফিক মিয়া (৩৪), পিতা-মৃত আছমত আলী, সাং-কুশিউড়া, ২। মোঃ মহসীন মিয়া (১৯), পিতা-ইউসুফ আলী, সাং-বড়খাল, উভয় থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা অটোরিক্সাটি তল্লাশি করে ৫ শত ৫০ কেজি (১১ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।