দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন, শিশু পুষ্টি ও নারীর ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দেবহাটা হাইস্কুল মাঠে এলাকার সুশীল সমাজ সংগঠন (সিএসও) এবং গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কারিগরী সহায়তা প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উত্তরণ এবং সুশীলন। উক্ত সভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমানের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।
সভায় প্রধান অতিথি দেবহাটা উপজেলার ৫টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করেন। যেখানে গ্রামের মানুষ প্রতিজ্ঞা করেন যে তারা তাদের ছেলেদের ২১ বছরের নিচে এবং মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে দিবেনা। বিষয়টি এলাকার গন জাগরনের সৃষ্টি হয়েছে।
সভায় অন্যান্যদের দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সরকারের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, দেবহাটা প্রেস ক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর-কোস্টাল এন্ড রিভার বেসিন ক্লাস্টার রাজু রোজারিও, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, রাইট টু গ্রো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রশান্ত রায় শর্মা, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জাম মনি, প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, উত্তরণের ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আহমেদ, আইডিয়াল সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, ডিআরআরএ’র ডেপুটি ডিরেক্টর তরুন সরদার, উত্তরণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিএসও এবং ভিডিসি এর সালাউদ্দীন ও হালিমাতুস সাদিয়া।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন ইউএসএ এর অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, গ্লোবাল এ্যাফয়ার্স কানাড’ার অর্থায়নে ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্ট এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে রাইট টু গ্রো প্রজেক্ট নামে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।