দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কমিউনিটি, স্কুল ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে নিরাপদ পানি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নির্মিত স্থাপনার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় নির্মিত উপজেলার সকল স্থাপনার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। উদ্বোধন পরবর্তী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ছেলে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই নিজেদের পরিস্কার রাখার পাশাপাশি পরিবেশকে সুন্দর করতে হবে। পড়ালেখায় মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক আব্দুল জব্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। অনুষ্ঠানে আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় ইউপি সদস্য আজগর আলী, আসমাতুল্লাহ গাজী আসমান, ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি বছর দেবহাটা এরিয়া প্রোগ্রামের মাধ্যমে কুলিয়া ইউনিয়নের টিকেটের কমিউনিটিতে একটি গভীর নলকূপ ও পুটিমারী পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার স্থান, পারুলিয়া ইউনিয়নের উত্তর কোমরপুর কমিউনিটি ক্লিনিকে হাত ধোয়ার স্থান, দেবহাটা ইউনিয়নের টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকে হাত ধোয়ার স্থান, নওয়াপাড়া ইউনিয়নে আতাপুর কমিউনিটিতে একটি গভীর নলকূপ ও একটি পানির পাইপ লাইন এবং আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী ও প্রতিবন্ধীবান্ধব ওয়াশব্লক স্থাপন করা হয়েছে।