সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক ১০ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগান সামনে রেখে টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষন ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ গোলাম হোসেন, ইউনিয়ন দলনেতা জাকির হোসেন, ইউনিয়ন দলনেত্রী নুরজাহান বেগম, ইউনিয়ন লিডার কমান্ডার হাফিজুল ইসলাম, উপজেলা আনসার সহ কোম্পানি কমান্ডার নূর হোসেন সহ আনসার ভিডিপির কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।