দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে স্বাস্থ্য এবং শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ৪ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ইরেসপো প্রকল্পের আওতায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠন পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহিনা আক্তার।
এসময় কিশোরীদের বাল্যবিবাহ, বয়ঃসন্ধি কালের পরিচিতি, ইভটিজিং, কুসংস্কার ও সঞ্চয়ী মনোভাব তৈরীসহ বিভিন্ন সচেতনতা বৃদ্ধিতে আলোচনা করা হয়। এছাড়া কিশোরীদের ভবিষ্যত সঞ্চয়মুখী করতে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয় এবং সরকার প্রনোদনা দেয় জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন। এই প্রকল্পের সুবিধাভোগীরা ১৮ বছরের নিচে বিয়ে করবে না বলে অঙ্গিকা প্রদান করেছে।