দেবহাটা প্রতিনিধি: দেবহাটার খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে ব্যাপক তোলপাড় হয়েছে। মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি প্রভাষক আব্দুল আলিম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় অভিভাবক বকুল হোসেন, আয়ুব আলী, আছাদুল ইসলাম, রিপন, সালাউদ্দীন, সাজিদা পারভীন প্রমুখ। এসময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বিদ্যালয়ে বিদ্যমান প্রধান শিক্ষক জহুরুল হককে নিয়ে স্থানীয় ও অভিভাবকদের সাথে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তাকে অন্যত্র বদলি করতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।