মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার:-গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। তাকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীর নাম মোঃ কামাল পাশা (৩১)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার আওলাকিান্দি গ্রামের মোঃ মোবারক আলীর ছেলে। তিনি ২০১২ সালে দায়ের হওয়া একটি মামলায় সাজা পরোয়ানা ভুক্ত পলাতাক আসামী।
মঙ্গলবার বিকালে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১, গাজীপুর স্পেশালাইজ্ড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
তিনি জানান,মঙ্গলবার দুপুরে র্যাব-১,স্পেশালাইজ্ড কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, ২০১২ সালে আদালতে দায়ের হওয়া সিআর মামলা নং-১০০/১২(শের), দায়রা নং-২১৩/১২, ধারা ১৮৮১ সনের এন,আই, এ্যাক্ট এর ১৩৮ এর সাজা পরোয়ানা ভুক্ত পলাতাক আসামী মোঃ কামাল পাশা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কামাল পাশাকে বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ ইকো-৫, গার্মেন্টসের সামনে থেকে বেলা দেড়টার দিকে গ্রেফতার করা হয়।এবং তার দখল হতে ০২টি বাটুনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।